728x90 AdSpace

Latest News

Tuesday, 27 February 2018

বর্ধমানে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার হল বর্ধমানের সদরঘাটের এক গৃহস্থের বাড়ি থেকে। মঙ্গলবার দুপুরে স্থানীয় হুচুকপাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে হৈচৈ শুরু হয়ে যায়। গৃহস্থ গণেশ চক্রবর্তী জানান,নিজের বাড়িতে হঠাৎ গন্ধগোকুলটিকে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরে প্রতিবেশীদের ডাকাডাকি করে সকলে মিলে উদ্ধার করা হয় প্রাণীটিকে। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে গন্ধগোকুলটিকে নিয়ে যান। 


বনদপ্তর জানিয়েছে, গন্ধগোকুলটি সম্পূর্ণ সুস্থ আছে। হয়ত খাবারের সন্ধানেই সে লোকালয়ে চলে এসেছে। তাকে রমনাবাগান মিনি জু-তে রাখা হয়েছে।
                                                                                                                       ছবি - ইন্টারনেট 
বর্ধমানে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top