728x90 AdSpace

Latest News

Friday, 16 February 2018

বর্ধমানের দুটি স্কুলে উদ্বোধন হল লিগ্যাল লিটারেসি ক্লাব


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ছাত্র ছাত্রীদের মাধ্যমিক স্তর থেকেই আইনি পরিষেবা বিষয়ে সচেতন করতে শুক্রুবার জাতীয় আইনী পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে বর্ধমান শহরের রামশিষ হিন্দি হাই স্কুল ও সি এম এস স্কুলে লিগ্যাল লিটারেসি ক্লাবের উদ্বোধন হল। অন্যান্য জেলাগুলির মতো এই জেলাতেও জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মূলত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই ক্লাব তৈরী করা হল।
জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের সচিব জয়প্রকাশ সিং বলেন,স্কুল থেকে এই ছাত্র ছাত্রীদের আইনী সচেতন করার জন্য নালসার এই পদক্ষেপ। জেলার অন্য স্কুল গুলিতেও এই ক্লাব সংগঠিত করা হবে।এই দিনের দুটি স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রামাশিষ স্কুলের প্রধান শিক্ষক বিদ্যানন্দ সিং,সি এম এস স্কুলের প্রধান শিক্ষক মহেশ্বর হেমব্রম, বর্ধমান সহযোদ্ধার সম্পাদক সোমনাথ ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক প্রীতিলতা ব্যানার্জী প্রমুখ। 
                                                                                                            ছবি - সুরজ প্রসাদ 
বর্ধমানের দুটি স্কুলে উদ্বোধন হল লিগ্যাল লিটারেসি ক্লাব
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top