728x90 AdSpace

Latest News

Thursday, 15 February 2018

গোবিন্দ দাসের ৫৫০তম জন্ম তিথিতে বর্ধমানে আনা হচ্ছে চৈতন্যদেবের খড়ম


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের কাঞ্চননগরে কড়চা প্রণেতা গোবিন্দ দাসের জন্মভিটায় অনুষ্ঠিত হতে চলেছে বিরাট উৎসব। গোবিন্দ দাসের ৫৫০তম জন্মদিবস উপলক্ষ্যে আগামী ৫ – ১৭মার্চ ১২দিন ব্যাপী এই উৎসব চলবে। উৎসবের জৌলুসকে বাড়াতে এবার নবদ্বীপ থেকে নিয়ে আসা হচ্ছে চৈতন্যদেবের পবিত্র খড়মও।
বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস জানিয়েছেন, ৫ তারিখ নবদ্বীপ থেকে চৈতন্য মহাপ্রভুর ওই পবিত্র খড়ম নিয়ে আসা হবে প্রথমে কাঞ্চননগরের গোবিন্দ দাসের জন্মভিটায়। এরপর সেখান থেকে একটি বিশাল ধর্মীয় শোভাযাত্রা সহকারে খড়মকে নিয়ে আসা হবে বর্ধমানের টাউন হল প্রাঙ্গণে। পরে সেখান থেকে খড়মকে নিয়ে চলে যাওয়া হবে নবদ্বীপে। 
গোবিন্দ দাসের ৫৫০তম জন্ম তিথিতে বর্ধমানে আনা হচ্ছে চৈতন্যদেবের খড়ম
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top