728x90 AdSpace

Latest News

Saturday, 10 February 2018

বর্ধমানে বিএড ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : এক বিএড ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের ময়ূরমহল এলাকায়। মৃত সুরজিত পাল (২৩) এলাকারই একটি মেসে থাকত। তার বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী থানার বড় কার্তিকতলা এলাকায়। শনিবার ময়ূর মহলের মেসে তার ঘর থেকে সুরজিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সুরজিত ভূগোলে অনার্স নিয়ে পাশ করে মেমারীতে বিএড পড়ছিল।শনিবার দুপুরে তার মেসের অন্য বন্ধুরা তাকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় ঘরের দরজা খুলে দেখে সিলিং ফ্যানের সঙ্গে চাদরের ফাঁসে ঝুলছে সুরজিত। খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
পুলিশ জানিয়েছে, মৃতের ঘর থেকে দুটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। একটিতে তার বাবা-মায়ের নাম, ঠিকানা এবং ফোন নম্বর ছিল। অন্য একটি সুইসাইডাল নোটে লেখা ছিল – "মনীষা তুই অত্যন্ত খারাপ মেয়ে, তুই আমার জীবনটা নষ্ট করে দিলি।" প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমে
প্রত্যাখ্যাত হওয়ার কারণেই আত্মহত্যা করেছে সুরজিত। 

 বর্ধমানে বিএড ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a comment

Top