ফোকাস বেঙ্গল ডেস্ক: পবিত্র খুশির ঈদ উপলক্ষে বর্ধমান শহরের গোদা মাঝের মসজিদে শনিবার এলাকার প্রায় পাঁচশো মহিলা নামাজ পাঠ করলেন। একটা সময় ছিল যখন এই এলাকার মহিলাদের একসাথে নামাজ পড়ার মতো জায়গা বা সুবিধা ছিল না। পরবর্তীকালে মসজিদ কমিটির উদ্যোগে মসজিদের একতলায় পুরুষদের এবং দোতলায় মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়।
ছবি - সুরজ প্রসাদ
ছবি - সুরজ প্রসাদ
0 comments:
Post a Comment