728x90 AdSpace

Latest News

Tuesday, 12 September 2017

কালনা হাসপাতাল চত্বরে আবর্জনার দুর্গন্ধ রোধে এলো নতুন গাড়ি।

পল্লব ঘোষ,কালনা:আবর্জনা ফেলার জায়গা থেকে দুর্গন্ধের বদলে বের হবে সুগন্ধ।এমনটাই দাবী কালনা হাসপাতাল কর্তৃপক্ষর। কালনা মহকুমা হাসপাতালের সাধারণ নোংরা ও ময়লা ফেলার জন্য এসেছে নতুন এক ভ্যাটের গাড়ি। এতদিন পর্যন্ত এই নোংরা ফেলার কোন নির্দিষ্ট ব্যবস্থা না থাকার কারণে হাসপাতালের দু নম্বর গেটের সামনে ফাঁকা জায়গায় সৃষ্টি হতো আবর্জনার স্তুপ। আর সেই সব  নোংরা আবর্জনা কুকুরের মুখে মুখে ঘুরপাক খেত যত্র তত্র। গোটা হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়তো দুর্গন্ধ।এখন এই নির্দিষ্ট নোংরা ফেলার গাড়ি আসার ফলে প্রতিদিনের অসহনীয় পরিস্থিতির হাত থেকে রেহাই মিলবে বলে মনে করছেন হাসপাতালে ভরতি থাকা রোগী ও তাদের আত্মীয়রা।
কালনা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার কৃষ্ণ চন্দ্র বরাই বলেন , হাসপাতালের নিজস্ব ফান্ডের টাকায় এই ভ্যাটের গাড়িটা কেনা হয়েছে। এখন থেকে হাসপাতালের সাধারণ নোংরা এখানেই ফেলা হবে । সেখান থেকে পৌরসভা নিয়মিত এই নোংরা সংগ্রহ করবে। আর এতদিন যেখানে নোংরা জমিয়ে রাখা হত সেই জায়গায় ফুলের বাগান তৈরী করা হবে। স্বাভাবিকভাবেই এই খবর চাউর হতেই স্বস্তির নিঃশাস ফেলার পাশাপাশি খুশির হওয়া এলাকার মানুষের মধ্যে। 
                                                                                                         ছবি - শুভদীপ চ্যাটার্জী 
কালনা হাসপাতাল চত্বরে আবর্জনার দুর্গন্ধ রোধে এলো নতুন গাড়ি।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top