728x90 AdSpace

Latest News

Thursday, 7 September 2017

উত্তরপ্রদেশে লাইনচ্যুত হল হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস।প্রশ্নচিহ্নর মুখে রেল সুরক্ষা।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ ফের ট্রেন দুর্ঘটনা।এই নিয়ে গত এক মাসে এটি তৃতীয় বার। স্বাভাবিক ভাবেই বড়োসড়ো প্রশ্ন চিহ্নর মুখ রেল সুরক্ষা।বৃহস্পতিবার সকাল সাড়ে ছ'টা নাগাদ লাইনচ্যুত হল হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শোনভদ্রের ওবরা এলাকায়।যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।রেল সূত্রে জানতে পারা গেছে 
লাইন কাটা থাকলেও সিগন্যাল সবুজ ছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে।তবে চালকের তত্‍পরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। 
উল্লেখ্য গত ২৩ আগস্ট আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ সাতটা কামরা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় ৭৪ জন আহত হয়েছিলেন। এর আগে গত ১৯ আগস্ট উত্তরপ্রদেশের মুজফফরনগরের খতৌলিতে কলিঙ্গ উত্‍কল এক্সপ্রেসের ১২ টি কামরা লাইনচ্যুত হয়ে যায়।স্বাভাবিক ভাবেই আজকে এই দুর্ঘটনার পর রেল সুরক্ষা রীতিমতো প্রশ্ন চিহ্নর মুখ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। 

 উত্তরপ্রদেশে লাইনচ্যুত হল হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস।প্রশ্নচিহ্নর মুখে রেল সুরক্ষা।
  • Title : উত্তরপ্রদেশে লাইনচ্যুত হল হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস।প্রশ্নচিহ্নর মুখে রেল সুরক্ষা।
  • Posted by :
  • Date : September 07, 2017
  • Labels :
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top