728x90 AdSpace

Latest News

Wednesday, 30 August 2017

খণ্ডঘোষে প্রতিবন্ধী ছাত্রের সাহায্যে এগিয়ে এলেন প্রধান শিক্ষক।

ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ:পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের অভাবী পরিবারের প্রতিবন্ধী ছেলে আশিস দত্ত এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেও কোনো কলেজে ভর্তি হতে পারছিলো না। অনেকের কাছেই ছেলে যাতে পড়াশোনা চালিয়ে পারে তার জন্য সাহায্যের আবেদন জানিয়েছিলেন খেটে খাওয়া ক্ষেতমজুর বাবা। বৃহস্পতিবার আশিসের পাশে এসে দাঁড়ালেন খণ্ডঘোষের চক বাদুলিয়ার প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  বিশ্বনাথ রায়। আশিসের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। খণ্ডঘোষের উখরিদ রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ে আশিসকে ভর্তি করিয়ে দেওয়ার পাশাপাশি যাবতীয় বইও  কিনে দিলেন। প্রতিবন্ধী আশিসের কলেজ যাতায়াতের সুবিধার জন্য এদিন বিশ্বনাথ বাবু একটি ট্রাই সাইকেল তুলে দিলেন ছাত্রটির হাতে। খুশি ছাত্রের পরিবার।
খণ্ডঘোষে প্রতিবন্ধী ছাত্রের সাহায্যে এগিয়ে এলেন প্রধান শিক্ষক।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Top